মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধিদল সন্ধ্যায় খালেদার সঙ্গে দেখা করবেন


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৪  এপ্রিল  ২০১৭

মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধিদল সন্ধ্যায় খালেদার সঙ্গে দেখা করবেন

মালয়েশিয়ার সংসদীয় প্রতিনিধিদল সন্ধ্যায় খালেদার সঙ্গে দেখা করবেন



বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন ঢাকায় চলমান আইপিইউ সম্মেলনে অংশ নেয়া মালয়েশিয়ার সংসদের প্রতিনিধিদল ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা দেখা করবেন। খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আইপিইউ সম্মেলনে অংশ নেয়া নরওয়ে ও ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সোমবার পৃথক বৈঠক করেছিলেন বিএনপি চেয়ারপারসন।

এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করবেন সাক্কু।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft