মালাই কুলফি রেসিপি


শীর্ষরিপো্র্ট ডটকম। ১৯  জুন ২০১৬

মালাই কুলফি রেসিপি

মালাই কুলফি রেসিপি



রেসিপি জেনে ঘরেই তৈরি করুন মালাই কুলফি ।

উপকরণ

ঘন তরল দুধ ৩ কাপ (দেড় কেজি দুধ জ্বাল দিয়ে করে নিতে হবে)

ডিমের কুসুম ২টি

কন্ডেন্স মিল্ক ৩/৪ টিন

চিনি ২ টেবিল চামচ

কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ

এলাচ গুঁড়ো আধা চামুচ

পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ

জাফরান দানা সামান্য

কাঠ বাদাম কুচি ৩ টেবিল চামচ

প্রণালি

প্রথমে দুধ জ্বাল দিয়ে ৩ কাপ করে নিতে হবে।ঠাণ্ডা হলে দুধের সাথে ডিমের কুসুম, কর্ণফ্লাওয়ার, চিনি, কন্ডেন্সড মিল্ক সব একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা হলে মিশ্রণটি চুলায় দিয়ে কিছুক্ষণ জ্বাল দিতে হবে। সাথে এলাচ গুঁড়ো, বাদাম কুচি আর জাফরান দিতে হবে।

একটু ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে কুলফির ছাঁচে ঢেলে ডীপ ফ্রীজে রেখে দিতে হবে ৬ থেকে ৮ ঘণ্টা।

হয়ে গেল অত্যন্ত মজাদার শাহী মালাই কুলফি।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft