|
মাধবদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফারনে ৩ জন আহতশীর্ষরিপো্র্ট ডটকম । ২৯ আগস্ট ২০১৬ মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা ঃ শিশুদের খেলনা বেলুন গ্যাস দিয়ে ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গুরুতর আহত হয়েছে ৩ জন ঘটনাটি ঘটেছে গতকাল ২৯ আগষ্ট সোমবার সকাল সাড়ে ৯ টায় মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের চৌদ্দপাইকা গ্রামের মনির মিয়ার ভাড়াটিয়া বাড়িতে। আহতরা হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রাসেল (২৮) পিতা রমজান, উজ্জল (২৫) পিতা রহমান, জুয়েল (১৮) পিতা রহিম উদ্দিন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডাক্তার আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কয়েক দিন আগে মাধবদী বাণিজ্য মেলায় বেলুন বিক্রি করতে আসেন ময়মনসিংহের রাসেল মিয়াসহ ৫ জন। তারা চৌদ্দপাইকা গ্রামের মনির মিয়ার বাড়িতে ভাড়া ওঠেন। তাদের মধ্যে ৩ জন রাসেল, উজ্জল ও কাশেম আজ সকালে ঘরের ভিতর সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফুলাতে গেলে হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে বিস্ফোরনে টিনের ঘড়ের চালা ও বেড়া উড়ে গিয়ে লন্ডভন্ড হয়ে গেছে। বিস্ফোরনে গ্যাসের সিলিন্ডারটি আনুমানিক ৩ ফুট মাটির নিচে দেবে যায়। বিকট শব্দে এলাকায় আতংকের সৃষ্টি হলে শতশত লোক ঘটনাস্থলে এসে জড়ো হয়। বিস্ফোরণের পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসা চলছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |