|
মাটিতে পড়ে ছটফট করে মরছে পাখি!শীর্ষরিপো্র্ট ডটকম । ১১ সেপ্টেম্বর ২০১৬ আকাশ থেকে এক এক করে পাখি পড়ছে মাটিতে। কোনোটি আবার পড়ছে গাছ থেকে। আর কিছুক্ষণ ছটফট করেই সেগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ছে। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের ডরচেস্টার এলাকায় বৃহস্পতিবার ঘটনার আকস্মিকতায় সেখানকার লোকজন রীতিমতো হতভম্ব হয়ে পড়ে। ঠিক কী কারণে পাখিদের গণমৃত্যুর ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। দলবেঁধে চলতে অভ্যস্ত 'গ্র্যাকল বা গানপাখি' নামে পরিচিত মোট ৪৭টি পাখি বৃষ্টির মতো মাটিতে পড়তে থাকে। এর মধ্যে ৩২টি পাখি ঘটনাস্থলে কিংবা পরিচর্যার সময় মারা যায়। বাকিগুলোর অবস্থা 'ভালো'। বেঁচে যাওয়া পাখিগুলোকে ম্যাসাচুসেটসের গ্র্যাফটনের বন্যপ্রাণী কেন্দ্রে রাখা হবে। অ্যানিমেল রেসকিউ লিগ ঘটনাস্থলে একটি বিড়ালকে 'জরুরি চিকিৎসা দেয়। কিন্তু শেষ পর্যন্ত বিড়ালটিকে বাঁচানো যায়নি। এছাড়া আরও একটি বিড়ালের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাড়ির মালিকদের তাদের পোষা কুকুর ও বিড়ালকে বাড়িতে রাখার পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে সেগুলো কী খাচ্ছে সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। বোস্টন শহরের তদন্তসেবা বিভাগের কর্মকর্তা জন মিয়ানি বলেন, 'কী ঘটছে তা আমরা জানি না। তাই সব বিষয় বিবেচনায় নিয়ে তদন্তকাজ চলছে।' |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |