|
মহাত্মা গান্ধীর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাশীর্ষরিপো্র্ট ডটকম । ৯ এপ্রিল ২০১৭ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভারতের স্বাধীনতা ও নাগরিক অধিকার আন্দোলনের মহান নেতার প্রতি সম্মান প্রদর্শনের জন্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি মহাত্মা গান্ধীর সমাধিসৌধে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান নিবেদনে রাজঘাটে যমুনা নদীর তীরে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তাঁর শবদাহের স্থানটিকে ঘিরে এখানে কালো মার্বেলের প্লাটফরম বসানো হয়েছে। প্রধানমন্ত্রী পরে আজ হায়দ্রাবাদ ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গতকাল চার দিনের সরকারি সফরে নয়াদিল্লীতে পৌঁছেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |