মগবাজার-মৌচাক ফ্লাইওভারের খণ্ডাংশ ভেঙে শ্রমিক নিহত


শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৬   মার্চ  ২০১৬

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের খণ্ডাংশ ভেঙে শ্রমিক নিহত

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের খণ্ডাংশ ভেঙে শ্রমিক নিহত



রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের খণ্ডাংশ ভেঙে ইমন (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশের রমনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হায়দার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মগবাজার থেকে বাংলামোটরের দিকের ফ্লাইওভারটির খণ্ডাংশ ভেঙে দাঁড়িয়ে থাকা শ্রমিকের গায়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft