|
ভারত সরকারের কেউ যোগাযোগই করেনি : জাকির নায়েকশীর্ষরিপো্র্ট ডটকম। ১২ জুলাই ২০১৬ ভারতের প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েক বলেছেন, তাকে নিয়ে যে হইচই চলছে সেটা নিরসনে ভারত সরকারের পক্ষ থেকে কেউ তার সাথে যোগাযোগ করেনি। তিনি বলেন, এখন পর্যন্ত ভারত সরকারের একজন কর্মকর্তাও আমার সাথে এই ইস্যুতে যোগাযোগ করেনি। সন্ত্রাসবাদ নিয়ে ভারত সরকারের সাথে সহযোগিতা করতে আমার বরং ভালো লাগবে। জাকির নায়েক খুব শিগগিরই আফ্রিকার দেশগুলো সফরে যাবেন বলে জানিয়েছেন। তার ভারতে ফেরার কথার কথা মিডিয়ায় প্রকাশিত হলেও তিনি আপাতত ভারতে ফিরছেন না। তিনি এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। জাকির নায়েকের বক্তৃতায় অনেকে সন্ত্রাসবাদে দীক্ষা নিতে উদ্বুদ্ধ হয়েছে, এমন অভিযোগের পর ভারত ও বাংলাদেশে তার পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ভারতে ফিরলে তাকে গ্রেফতার করা হবে বলেও মিডিয়ায় প্রকাশিত হয়েছে। জাকির নায়েকের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আফ্রিকা সফর তার পূর্বনির্ধারিত। সূত্র : ফার্স্টপোস্ট |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |