ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান শেখ হাসিনার


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৭  অক্টোবর  ২০১৬

ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান শেখ হাসিনার

ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান শেখ হাসিনার



প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী দুই দেশকেই সংযত আচরণ করার আহ্বান জানান।

কাশ্মির ইস্যুতে উত্তেজিত পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ও পাকিস্তান দুই দেশকেই আমরা আহ্বান করব যে, তারা যেন সংযত আচরণ করেন। কোনো উত্তেজনা যেন সৃষ্টি না হয়, যাতে দক্ষিণ এশিয়ার মানুষগুলো কোনো রকম কষ্টে না পড়ে। সেটাই আমরা চাই।'

ভারত-পাকিস্তান উভয় দেশকে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো দেশই হোক, কোনো দেশে সংঘাত হলে তার জন্য আমরা বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবো।

গত ১৮ সেপ্টেম্বর ভারতশাসিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ভারতীয় ১৯ সেনা নিহতের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়া গত ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের সীমানায় ঢুকে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর দাবি করে ভারতীয় সেনাবাহিনী। এরপর থেকে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে কয়েক দফা গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

এছাড়া প্রধানমন্ত্রী জাতীয় সংসদে খাদিজার ওপর হামলা প্রসঙ্গে বলেন, মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখজনক। যেমন আমরা দেখলাম সিলেটে একটি মেয়েকে কীভাবে কোপানো হলো। আমার অবাক লাগে যখন এই ছবিটা দেখি, মানুষ দাঁড়িয়ে আছে, দেখছে, ভিডিও তুলছে কিন্তু মেয়েটাকে বাঁচাতে কেউ গেল না। কেন এই মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল, কেন কেউ সেখানে গেল না- সেটাই আমার প্রশ্ন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft