|
ভারতে কিডনি পাচার চক্রের হোতা গ্রেফতারশীর্ষরিপো্র্ট ডটকম। ৯ জুন ২০১৬ ভারতে অবৈধ কিডনি পাচার চক্রের সন্দেহভাজন নেতাকে কলকাতা থেকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি ভারতের শীর্ষস্থানীয় একটি হাসপাতালে কিডনি পাচার করত বলে অভিযোগ রয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, প্রভাবশালী কিডনি পাচার চক্রের সন্দেহভাজন হোতা টি রাজকুমার রাওকে মঙ্গলবার রাতে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। এ চক্রটি হতদরিদ্র লোকজনকে তাদের কিডনি বিক্রি করতে প্রলুব্ধ করতো এবং এসব কিডনি কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। উল্লেখ্য, ভারতে অর্থের বিনিময়ে শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ বেচাকেনা অবৈধ। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |