ভারতে আসছে 'রবিনহুড', ১০০ জিবি পর্যন্ত জায়গা আছে এই মোবাইলে


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫  মে  ২০১৬

ভারতে আসছে 'রবিনহুড', ১০০ জিবি পর্যন্ত জায়গা আছে এই মোবাইলে

ভারতে আসছে 'রবিনহুড', ১০০ জিবি পর্যন্ত জায়গা আছে এই মোবাইলে



ভারতে আসছে 'রবিনহুড', ১০০ জিবি পর্যন্ত জায়গা আছে এই মোবাইলে

১০০ জিবি পর্যন্ত ক্লাউড মেমরি। মবাইলের মধ্যেই থাকছে ৩২ জিবি পর্যন্ত মেমরি। এখানেই শেষ নয়, ৩ জিবি RAM, ৫.২ ইঞ্চি LCD স্ক্রিন, যেখানে ১০৮০পি IPS ভিডিও সাপোর্ট করবে। আরও থাকছে গরিলা গ্লাস যা আই ফোনে ব্যবহার করা হয়। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, ক্যামেরা কী কী থাকছে? ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এটাও জানতে ইচ্ছে করছে নিশ্চয়, এই 'রবিনহুড' ফোন কোন কোম্পানির? আমেরিকার এক মোবাইল প্রস্তুতকারক সংস্থা নেক্সট বিট এই মোবাইলটি তৈরি করেছে। আর এই মডেলটির নাম দেওয়া হয়েছে 'রবিন'।

HTC-এর আদলে তৈরি এই ফোন আমেরিকায় বেশ জনপ্রিয়ও হয়েছে। স্লিম এবং স্মার্ট লুকের 'রবিন' এবার আসতে চলেছে ভারতে। দাম হতে পারে আনুমানিক ২০,০০০ টাকা।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft