|
ভারতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিস বন্ধশীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ আগস্ট ২০১৬ ভারতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিস বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তাগত কারণে দিল্লি, বেঙ্গালুরু, পুনের মতো নগরীতে তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিউ ইয়র্কভিত্তিক এই আন্তর্জাতিক সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার প্রেক্ষাপটে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কাশ্মিরে ভারতের অমানবিক ও নৃশংস আচরণ নিয়ে বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে 'ভারতবিরোধী' স্লোগান দেয়া হয়েছে মর্মে অভিযোগ এনে মঙ্গল ও বুধবার ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিক্ষোভ করে, মামলা করে। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে। অ্যামনেস্টি জানিয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তবে তারা স্বীকার করেছে, তাদের অনুষ্ঠানে উপস্থিত কেউ কেউ কাশ্মিরের স্বাধীনতার দাবি জানিয়ে স্লোগান দিয়ে থাকতে পারে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |