ভারতের দাবি বাতিল করে দিল জাতিসঙ্ঘ!


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  অক্টোবর  ২০১৬

ভারতের দাবি বাতিল করে দিল জাতিসঙ্ঘ!

ভারতের দাবি বাতিল করে দিল জাতিসঙ্ঘ!



পাকিস্তানের মাটিতে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালানোর কথা পরোক্ষভাবে নাকচ করে দিয়েছে জাতিসঙ্ঘ। ভারত ও পাকিস্তানে সক্রিয় জাতিসঙ্ঘ সামরিক পর্যবেক্ষক গ্রুপ ইউএনএমওজিআইপি দুই দেশের মধ্যকার 'নিয়ন্ত্রণরেখা বরাবর কোনো গোলাগুলি দেখতে পায়নি। জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টেফেন দুরারিক শনিবার এ কথা জানিয়েছেন।

জাতিসঙ্ঘ জানিয়েছে, তারা সীমান্ত লঙ্ঘনের অভিযোগগুলো পর্যালোচনা করছে। কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত দেখতে পায়নি।

তিনি ইউএনএমওজিআইপিকে যেকোনো ঘটনা জাতিসঙ্ঘ মহাসচিবকে অবহিত করারও নির্দেশ দিয়েছেন।

সূত্র : দি নিউজ

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft