ভারতীয় হাইক‌মিশন ‘ঈদ ভিসা ক্যাম্প’ চালু করছে


শীর্ষরিপো্র্ট ডটকম। ৩  জুন  ২০১৬

ভারতীয় হাইক‌মিশন ‘ঈদ ভিসা ক্যাম্প' চালু করছে

ভারতীয় হাইক‌মিশন ‘ঈদ ভিসা ক্যাম্প' চালু করছে



আসছে ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ ভিসা ক্যাম্প' চালু করছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এতে ভারতীয় ভিসার জন্যে বাংলাদেশি ভ্রমণেচ্ছুকদের বিড়ম্বনা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শ‌নিবার (০৪ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঈদ ভিসা ক্যা‌ম্পের উ‌দ্বোধন কর‌বেন।

এ সময় উপস্থিত থাকবেন-পররাষ্ট্র প্র‌তিমন্ত্রী শাহ‌রিয়ার আলম ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

রাজধানীর বারিধারায় ভারতীয় হাইক‌মিশন (আমেরিকান দূতাবাস সংলগ্ন) কার্যালয়ে এই বিশেষ ক্যা‌ম্পের উ‌দ্বোধন করা হ‌বে।

সংশ্লিষ্টরা বলছেন, ৪ জুন থে‌কে শুরু হওয়া এ ক্যাম্প চলবে ১৬ জুন পর্যন্ত। প্র‌তি‌দিন সকাল ৮ টা থে‌কে দুপুর দুইটা পর্যন্ত এই ক্যাম্পের কার্যক্রম চলবে। ত‌বে ১০ জুন বন্ধ থাকবে এই বিশেষ ক্যাম্প।

অন লাই‌নে ফরম পূরণ ক‌রে কোনো নির্ধা‌রিত তা‌রিখ ছাড়াই ঈদ ভিসা ক্যাম্প চলাকালীন সময়ে সহ‌জে তা জমা দি‌তে পার‌বেন ভারত ভ্রমণে আগ্রহীরা।

এদিকে ক্যা‌ম্পে প্রথম ২০০ জন ফরম পূরণকারীর জন্য থাক‌ছে র‌্যাফেল ড্রও। এতে বিজয়ীরা প্রত্যেকে পাবেন ঢাকা-‌দিল্লি, ঢাকা-মুম্বাই, ঢাকা-কলকাতার আসা-যাওয়ার দুইটি প্লেন টি‌কিট।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft