ভারতকে ঠেকাতে সব কিছু করা হবে: নওয়াজ


শীর্ষরিপো্র্ট ডটকম । ২২ সেপ্টেম্বর ২০১৬

 

ভারতকে ঠেকাতে সব কিছু করা হবে: নওয়াজ

ভারতকে ঠেকাতে সব কিছু করা হবে: নওয়াজ
ভারতকে ঠেকাতে সব কিছু করা হবে: নওয়াজ



কাশ্মীর নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হবার আশংকাকে বিশ্ব নেতারা উপেক্ষা করছেন বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি অভিযোগ করেছেন, ভারত বিপুল অস্ত্রভাণ্ডার গড়ে তুলছে। সেক্ষেত্রে আক্রান্ত হবার ঝুঁকি ঠেকাতে পাকিস্তান প্রয়োজনীয় সব কিছু করবে বলে জানিয়েছেন নওয়াজ শরীফ। খবর: ডন, বিবিসির।

গত সপ্তাহে জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর দুই চির-বৈরী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

ভারত এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানে হামলা চালাতে পারে, এমন জল্পনা চলছে পাকিস্তানের গণমাধ্যমে। এ রকম আশংকা থেকে পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এমন এক প্রেক্ষাপটে নিউইয়র্কে চলা জাতিসংঘের সাধারণ পরিষদে এসব কথা বললেন পাক প্রধানমন্ত্রী।

নওয়াজ শরীফ বলেছেন, পাকিস্তান ওই এলাকায় কৌশলগত স্থিতিবস্থা আনতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। পাকিস্তান ভারতের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা চায় না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, আলোচনায় বসার মত অগ্রহণযোগ্য শর্ত ভারত নিয়ে আসছে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft