![]() |
ব্রাজিলের জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি অনুমোদনশীর্ষরিপো্র্ট ডটকম । ১৫ সেপ্টেম্বর ২০১৬ ![]() ব্রাজিলের জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি অনুমোদন জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি অনুমোদন দিয়েছে ব্রাজিল। সোমবার দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট মাইকেল তেমার এ চুক্তির অনুমোদন দেন। চুক্তিতে ২০২৫ সাল নাগাদ ব্রাজিলকে কার্বন নিঃস্বরণ ৩৭ শতাংশ কমিয়ে আনার কথা বলা হয়েছে। ব্রাসিলিয়ায় তেমার এক বক্তৃতায় বলেন, জলবায়ু চুক্তির জন্য ব্রাজিল বড় ধরনের ভূমিকা রেখেছে। জলবায়ু ইস্যু রাষ্ট্রীয় ইস্যু। সব সরকারের তা মেনে চলা দায়িত্ব। এ প্রসঙ্গে তিনি ১৯৯২ সালে অনুষ্ঠিত রিও ডি জেনেরিও ধরিত্রী সম্মেলন এবং ২০১২ সালে রিও+২০ টেকসই উন্নয়ন সম্মেলনের কথা তুলে ধরেন। ঊল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তিতে ১৮০টি দেশ স্বাক্ষর করে। চীনের হাংঝুতে জি২০ সম্মেলনের আগে সেপ্টেম্বরের প্রথমদিকে বেইজিং ও ওয়াশিংটন চুক্তিটি অনুমোদন করে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |