ব্যবহারকারী নিজেরাই চালু করবেন ফেসবুকের ‘সেফটি চেক’


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১  নভেম্বর  ২০১৬

ব্যবহারকারী নিজেরাই চালু করবেন ফেসবুকের ‘সেফটি চেক'

ব্যবহারকারী নিজেরাই চালু করবেন ফেসবুকের ‘সেফটি চেক'



এতো দিন প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসী হামলার পর ঘটনাস্থল ও আশপাশের ফেসবুক ব্যবহারকারীরা নিরাপদ আছে কি না তা জানতে ‘সেফটি চেক' ফিচার চালু করত ফেসবুক কর্তৃপক্ষ। তবে এ জন্য আর ফেসবুকের ওপর নির্ভর করার দিন শেষ হয়ে গেছে। এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা কোনো দুর্ঘটনার পর নিজেরাই ‘সেফটি চেক' ফিচার চালু করার সুযোগ পাবেন। টেক ম্যাগাজিন ম্যাশেবল এই সংবাদ দিয়েছে।

এ বিষয়ে ফেসবুকের সোশ্যাল গুড বিভাগের ভাইস প্রেসিডেন্ট নাওমি গ্লেইট জানান, কখন সেফটি চেক ফিচার চালু করা প্রয়োজন তা দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা ব্যক্তিরাই ভালো উপলব্ধি করতে পারেন। আর তাই এখন থেকে সেফটি চেক ফিচার চালুর বিষয়টি ব্যবহারকারী নিজেই নিয়ন্ত্রণ করার সুযোগ পাবেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft