|
বেলজিয়ামে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাশীর্ষরিপো্র্ট ডটকম। ২৩ মার্চ ২০১৬ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো রেলে হামলার ভয়াবহ হামলার পর পুরো দেশে তিন দিনের শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওই হামলায় ৩৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২ শতাধিক। স্থানীয় সময় বেলা ১১টায় নিহতদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ব্রাসেলস বিমান বন্দরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে পুলিশ। জাভেনতেম বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের আগে বিমানবন্দরের ভেতরে আরো দুই সন্দেহভাজনের সঙ্গে ওই ব্যক্তিকে হেঁটে যেতে দেখা গেছে। বাকী দুজন আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছে। দেশটির ফেডারেল প্রসিকিউটর ফ্রেডরিক ফন লিউই বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে ধরতে পুরো বেলজিয়ামে অভিযান চলছে। বিমানবন্দরে হামলার মাত্র এক ঘণ্টা পরেই মেলবেক স্টেশনে হামলা চালানো হয়। ইতোমধ্যেই বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |