বেগম জিয়ার বক্তব্যে শিষ্টাচার নেই : বাণিজ্যমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম। ১০  জুন ২০১৬

বেগম জিয়ার বক্তব্যে শিষ্টাচার নেই : বাণিজ্যমন্ত্রী

বেগম জিয়ার বক্তব্যে শিষ্টাচার নেই : বাণিজ্যমন্ত্রী



বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার বক্তব্যে শিষ্টাচার নেই। একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি কোনো ভদ্রতার পরিচয় দেন নি।

শুক্রবার ভোলার নিজ বাসভবন চত্বরে ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে দলীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামাযাত চক্রই কিলিং টার্গেটের পেছনে রয়েছে। বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে ভাবমূর্তি নষ্ট করতে তারা ষড়যন্ত্র করছে।

মন্ত্রী ভোলার উন্নয়নের কথা বলতে গিয়ে বলেন, এ সরকারের আমলেই ভোলা-বরিশালের মধ্যে ব্রিজ নির্মাণ হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft