‘বেগম’পত্রিকার দায়িত্বে নূরজাহানের বড় মেয়ে


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫  মে  ২০১৬

‘বেগম'পত্রিকার দায়িত্বে নূরজাহানের বড় মেয়ে

‘বেগম'পত্রিকার দায়িত্বে নূরজাহানের বড় মেয়ে



জনপ্রিয় সাপ্তাহিক ‘বেগম' পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুর পর পত্রিকাটি চালানোর দায়ভার নিয়েছেন তার বড় মেয়ে ফ্লোরা নাসরিন খান।

সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নারী জাগরণের অন্যতম পথিকৃত নূরজাহান বেগম।

এদিন তার জানাজা শেষে সাংবাদিকদের একথা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি বলেন, বেগমের সংরক্ষণ প্রয়োজন। বেগম যাতে চলমান থাকে, জনপ্রিয় থাকে সেদিকে নজর রাখতে হবে। তাই তার বড় মেয়ে এর দায়িত্ব নিয়েছেন। আমাদের পক্ষ থেকে তাকে সবধরনের সহযোগিতা করা হবে।

আসাদুজ্জামান নূর আরো বলেন, নূরজাহান বেগম সাহিত্য চর্চা, নারীর ক্ষমতায়ন, প্রবল চিন্তা শক্তিসহ বেগম রোকেয়াদের ধারাবাহিকতা রক্ষা করেছেন। তিনি ছিলেন নারী জাগরণের পথিকৃত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft