বৃহস্পতিবার খুলছে অফিস-আদালত


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৫  সেপ্টেম্বর   ২০১৬

বৃহস্পতিবার খুলছে অফিস-আদালত

বৃহস্পতিবার খুলছে অফিস-আদালত



পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলছে অফিস-আদালত। এর আগে ঈদ উপলক্ষে গত (৯ সেপ্টেম্বর) শুক্রবার থেকে টানা ছয় দিনের ছুটি করা হয়েছে।

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ইতোমধ্যে গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন চাকরিজীবীরা। বৃহস্পতিবার থেকেই কর্মস্থলে যোগ দেবেন তারা।

পবিত্র ঈদুল আজহার তিন দিন ছুটি, শুক্রবার ও শনিবার সাধারণ ছুটি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে মঞ্জুরি ছুটি মিলে এবার টানা মোট ৬ দিনের ছুটি মিলে সরকারি চাকরিজীবীদের।

আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft