বুধবার ঢাকা ফিরছেন মোস্তাফিজ


শীর্ষরিপো্র্ট ডটকম । ৩১  আগস্ট   ২০১৬

বুধবার ঢাকা ফিরছেন মোস্তাফিজ

বুধবার ঢাকা ফিরছেন মোস্তাফিজ



লন্ডন থেকে বাম কাঁধে অস্ত্রোপচার করিয়ে ২২ আগস্ট দেশে ফিরে দুই দিন ঢাকায় অবস্থান শেষে সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে চলে যান মোস্তাফিজ। এক সপ্তাহের ছুটি শেষে আজ (বুধবার) আবার ঢাকা ফিরছেন টাইগার এই বোলার। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেবাশিষ চৌধুরী জানান, `লন্ডন থেকে দেশে ফেরার পর এক সপ্তাহের ছুটিতে সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে ছিলেন মোস্তাফিজ। এ সময়টায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ও নিজে নিজেই কিছু সাধারণ অনুশীলন আর রিহ্যাব করবে। ছুটি কাটিয়ে ঢাকা ফেরার পর মূলত ফিজিওর কাজ শুরু হবে মোস্তাফিজকে নিয়ে।`
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft