বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর


শীর্ষরিপো্র্ট ডটকম ।১০ আগস্ট ২০১৬

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর



যখন কোথাও যাওয়ার তাড়া থাকে তখন কোনো সৌন্দর্য যেন চোখে পড়ে না। সেই যাওয়া বাস, ট্রেন কিংবা বিমান, যেভাবেই হোক না কেন। তবে এমন কিছু জায়গা থাকে যার সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেন। আপনার যত তাড়াই থাকুক না কেন। বিশ্বে এমনই কিছু বিমানবন্দর নির্মাণ করা হয়েছে যার সৌন্দর্য যাত্রীদের মুগ্ধ করে।

সিওল আন্তর্জাতিক বিমানবন্দর :

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর

বিমানবন্দর



এই বিমানবন্দরটি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। বাইরে থেকে বিমানবন্দরটি দেখলে মনে হবে শতপদী একটা বিশালাকৃতির দানব। কিন্তু ভেতরে গেলে মনে হবে এটা চাঁদের দেশ।

ক্যারাসকো আন্তর্জাতিক বিমানবন্দর :

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর

বিমানবন্দর



উরুগুয়েতে অবস্থিত ক্যারাসকো আন্তর্জাতিক বিমানবন্দরটি আধুনিক ও চমৎকার। রাজধানী মন্টেভিডিওতে অবস্থিত এই বিমানবন্দরটিতে ২০০৯ সালে আধুনিক টার্মিনাল স্থাপন করা হয়।

মিউনিখ বিমানবন্দর :

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর

বিমানবন্দর



দুটো টার্মিনাল দিয়ে যুক্ত করা হয়েছে মিউনিখ বিমানবন্দরটি। অভ্যর্থনা জানানোর জায়গাটি খুব আকর্ষণীয় যা খুব কম বিমানবন্দরেই রয়েছে। মিউনিখ বিমানবন্দরটি জার্মানিতে অবস্থিত।

মাদ্রিদ বারাজাস বিমানবন্দর :

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর

বিমানবন্দর



আন্তোনিও লামেলা ও রিচার্ড রজার্স এই বিমানবন্দরটির ডিজাইন করেন। স্পেনে অবস্থিত মাদ্রিদ বারাজাস বিমানবন্দরের চার নম্বর টার্মিনালটা সবচেয়ে বেশি সুন্দর।

চ্যাঙ্গি বিমানবন্দর :

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর



স্কাইট্রাক্সের মতে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরটি হলো চ্যাঙ্গি বিমানবন্দর। যা সিঙ্গাপুরে অবস্থিত। এই বিমানবন্দরে রয়েছে একাধিক ফুলের বাগান। আর ওই বাগানগুলোতে রয়েছে প্রায় এক হাজার প্রজাপতি।

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর :

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর

বিমানবন্দর



যুক্তরাষ্ট্রে অবস্থিত ডেনভার আন্তার্জাতিক বিমানবন্দরটি ওপর থেকে দেখতে অপরূপ সুন্দর।

মারাকেশ মেনারা বিমানবন্দর

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর



download (6):

এই বিমানবন্দরটি দেখতে নাকি খানিকটা কেকের মতোন। মরক্কোয় অবস্থিত এই বিমানবন্দরে বছরে ৪ মিলিয়ন যাত্রীর যাতায়াত হয়।

কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর :

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর



সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরটি। ১৯৮১ সালে এর যাত্রা শুরু হয়। এই বিমানবন্দরের টার্মিনালে একই সঙ্গে ৮০ হাজার লোক অবস্থান করতে পারে।

শিকাগো ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর :

বিশ্বের ১০ সুন্দর বিমানবন্দর

বিমানবন্দর



যুক্তরাষ্ট্রে অবস্থিত শিকাগো ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের হাঁটার স্থানটি বিভিন্ন রঙের। কানাডিয়ান স্থপতি মাইকেল হেইডেনি এর ডিজাইন করেন।

কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দর :

জর্ডানে অবস্থিত এই বিমানবন্দরটির ডিজাইন করে ব্রিটেনের নরম্যান ফস্টার নামের একটি  কোম্পানি। এই বিমানবন্দরটি চালু হয় ২০১৩ সালে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft