|
বিশ্বের নানা পেশার লোক অস্ট্রেলিয়ায় অভিবাসনের সুযোগশীর্ষরিপো্র্ট ডটকম। ৩০ জুন ২০১৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নানা পেশার লোকজন অস্ট্রেলিয়ায় অভিবাসনের সুযোগ পাচ্ছেন। দেশটির সরকার ইতোমধ্যে ২০১৬-১৭ অর্থবছরের জন্য পেশাগত দক্ষতার নতুন তালিকা প্রকাশ করেছে। তথ্যপ্রযুক্তিতে বিশেষজ্ঞ, অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, মার্কেটিং, ব্যাংকার, চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষিজীবী ও নার্সদের জন্যে থাকছে বিশেষ সুযোগ। স্থায়ী অভিবাসনের জন্য চিকিৎসকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ক্লিনিক্যাল, নন-ক্লিনিক্যাল ও স্কিল মাইগ্রেশন এ তিন শ্রেণিতে অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসন নিতে পারেন চিকিৎসকরা। এবার তালিকায় নতুন পেশা যোগ হয়েছে। আবার কিছু পেশা বাদ পড়েছে। এ বিষয়ে https://www.border.gov.au/Trav/Work/Work/Skills-assessment-and-assessing-authorities/skilled-occupations-lists/SOL ওয়েবসাইটে গেলে বিস্তারিত জানা যাবে। আবেদন করতে হলে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ হিসেবে আইইএলটিএসের স্কোর ৬.৫ ওভারঅল ৭.০ লাগবে। এ বিষয়ে বিস্তারিত জানতে https://www.border.gov.au/Lega/Lega/Form/Immi-FAQs/aelt চাইলে ক্লিক করা যেতে পারে। আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক আইনজীবী ও ওয়ার্ল্ড ওয়াইড মাইগ্রেশন কনসালট্যান্টস লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. শেখ সালাহউদ্দিন আহমেদ রাজু বলেন, সাউথ অস্ট্রেলিয়া রাজ্যের অভিবাসনে এবার পরিবর্তন আসছে। এ জন্য ৩০ জুন থেকে সাউথ অস্ট্রেলিয়া রাজ্যের জন্য অভিবাসনের আবেদন করার ব্যবস্থা বন্ধ থাকছে। তবে আগামী ৪ জুলাই পরিবর্তিত পেশার তালিকা কার্যকর ওয়ার সম্ভাবনা আছে। এটা কার্যকর হলে অভিবাসনের আবেদন করার সুযোগ ফের চালু হবে। অস্ট্রেলিয়ায় অভিভাসনের জন্যে হোয়াটসঅ্যাপ অথবা ভাইবারে +৬০১৬৮১২৩১৫৪ এবং +৬০১৪৩৩০০৬৩৯ নম্বরে জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |