বিজ্ঞাপনের নতুন মুখ


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫  মে  ২০১৬

বিজ্ঞাপনের নতুন মুখ

বিজ্ঞাপনের নতুন মুখ



টেলিভিশন বিজ্ঞাপনের নতুন মুখ শাহ মোহাম্মদ আসিম। এরমধ্যে সে কাজ করেছে দুটি বিজ্ঞাপনে। গেল মার্চে আসিমের প্রথম বিজ্ঞাপন প্রচারে আসে। এটি ছিল ফ্রেশ মিল্কের বিজ্ঞাপন। নির্মাণ করেছিলেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা। ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে ওই বিজ্ঞাপনে কাজ করেছিলো আসিম।

সম্প্রতি প্রাণ পায়েল জ্যাম (চকলেট)'র একটি বিজ্ঞাপনে কাজ করেছে এই কিশোর অভিনেতা। সেটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। কোক স্টুডিওতে নির্মিত এই বিজ্ঞাপনটি খুব শিগগির প্রচারে আসবে বলে জানিয়েছে আসিমের বোন ইতিশা।

ইতিশা বলেন, কাজের প্রতি আসিমের আগ্রহটা খুব বেশি। ও এখন ক্লাস সেভেনে পড়ছে ধানমন্ডি টিউটোরিয়াল হাই স্কুলে। আগামীতে আরো ভালো কাজ সে করতে চায়। তাছাড়া এত অল্প বয়সে সে কাজের প্রতি খুব সিনসিয়ার এবং সময় মেনে চলে। তাই ওকে নিয়ে কাজ করতেও বেশ আগ্রহী নির্মাতারা।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft