বিজিবিতে আনা হলো ১৮টি ভারতীয় কুকুর


শীর্ষরিপো্র্ট ডটকম । ৭   জানুয়ারি  ২০১৭

বিজিবিতে আনা হলো ১৮টি ভারতীয় কুকুর

বিজিবিতে আনা হলো ১৮টি ভারতীয় কুকুর



ভারতের মধ্যপ্রদেশে ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে ৬ মাসের ডগ স্কোয়াড ট্রেনিং শেষে শনিবার দুপুরে বিজিবির সহকারী পরিচালক শাহাদৎ হোসেনের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল কুকুরগুলো নিয়ে আসেন।

ট্যাকেরপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে বিজিবি সদস্যদের পাশাপাশি কুকুরগুলোকে আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হয়। এর আগে ভারতীয় ৩২ হাজার রুপিতে এক একটি কুকুর কেনা হয়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর দিয়ে সীমান্তে অভিযানের কাজে  অর্থ্যাৎ অস্ত্র, মাদক ও চোরাচালান জব্দ করার কাজে নিয়োজিত করা হবে।

সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ও যানবাহনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধারে এসব কুকুর খুবই পারদর্শী। অচিরেই এসব কুকুর সীমান্তবর্তী অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে নিয়োজিত করা হবে বলে তিনি জানান।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft