‘বিচার না হওয়ায় নারী-শিশু নির্যাতন বাড়ছে’


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  নভেম্বর  ২০১৬

‘বিচার না হওয়ায় নারী-শিশু নির্যাতন বাড়ছে'

‘বিচার না হওয়ায় নারী-শিশু নির্যাতন বাড়ছে'



সুষ্ঠু বিচার না হওয়ায় দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ অভিযোগ করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি নাসিমুল হক আরা মিনুর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা, সহ-সভাপতি মনোয়ারা মনো, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতি আরা নাসরীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অতীতের নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলোর যদি সুষ্ঠু বিচার হতো তাহলে হয়তো আজ পূজাকে এতো করুণ পরিণতি ভোগ করতে হতো না। অপরাধীরা মনে করছে যে দেশে কোনো বিচার হচ্ছে না, তাই তারা এসব অপরাধ বার বার করার ধৃষ্টতা দেখাচ্ছে।

দেশে নারী নির্যাতন কমাতে সঠিক আইন প্রয়োগের সাথে সাথে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ছোট্ট শিশু থেকে বয়স্ক নারী কেউ আজ নিরাপদ নয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft