|
বিকেলে খালেদার সঙ্গে জন কেরির বৈঠকশীর্ষরিপো্র্ট ডটকম । ২৯ আগস্ট ২০১৬ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফরকালে তার সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে বৈঠকটি অনুষ্ঠিত হবে। গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানিয়েছে সূত্রটি। জন কেরির সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক হচ্ছে কি না জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে গুলশান কার্যালয়ের এক কর্মকতা জাগো নিউজকে জানান, নিশ্চয়ই করবেন। তবে সিডিউলটা এখনো চূড়ান্ত হয়নি। বিকেলের দিকে বৈঠক হবে এটা মোটামুটি নিশ্চিত। কোথায় বসছেন খালেদা জিয়া ও জন কেরি জানতে চাইলে তিনি বলেন, বৈঠকটি গুলশান এরিয়াতেই হবে। তবে চেয়ারপারসনের গুলশানের বাসভবন অথবা কার্যালয়ের বাইরেও বৈঠকটি হতে পারে। আবার সব কিছু ঠিক থাকলে কার্যালয়ে বা বাসভবন ফিরোজাতে বসতে পারেন খালেদা জিয়া ও জন কেরি। উল্লেখ্য, সোমবার সকালে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একদিনের এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণমাধ্যমের সম্পাদকসহ কয়েকটি বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্রমন্ত্রী। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |