বিএসএমএমইউতে লিভারবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত


শীর্ষরিপো্র্ট ডটকম । ৫ মার্চ  ২০১৭

বিএসএমএমইউতে লিভারবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

বিএসএমএমইউতে লিভারবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত



বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেশি-বিদেশি লিভার বিশেষজ্ঞদের অংশগ্রহণে লিভারবিষয়ক একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ-এর উদ্যোগে শনিবার বিএসএমএমইউ অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মহাসচিব অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল।

অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান ও সাধারণ সম্পাদক ও বিএসএমএমএউর সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল তাদের উদ্বোধনী বক্তব্যে লিভারবিষয়ক টেক্সট বুক ও নিয়মিত জার্নাল প্রকাশনা, নতুন নতুন ওষুধ নিয়ে গবেষণা ও এবং বিশ্বের শীর্ষস্থানীয় জার্নালসমূহের নিয়মিত গবেষণাপত্রসহ সাম্প্রতিক সময়ে এদেশের লিভার বিশেষজ্ঞদের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ও বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর থেকে সাতজন বরেণ্য লিভার বিশেষজ্ঞগণ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কামরুল হাসান খান লিভার রোগের চিকিৎসা ও গবেষণার প্রসারে অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ-এর ভূমিকার প্রশংসা করেন।

বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল বিশেষ অতিথির বক্তব্যে এদেশে লিভার রোগে আক্রান্ত প্রায় এক কোটি মানুষের চিকিৎসা কার্যক্রম জোরদার করতে সরকারি মেডিকেল কলেজগুলোতে লিভার বিশেষজ্ঞদের জন্য আরও নতুন পদ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এ সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা লিভার রোগ চিকিৎসায় সর্বশেষ অগ্রগতি এবং বাংলাদেশে লিভার চিকিৎসায় উন্নয়নকল্পে করণীয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft