বিএনপি-জামায়াত জঙ্গিবাদে মদদ দিচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯  জুলাই ২০১৬

বিএনপি-জামায়াত জঙ্গিবাদে মদদ দিচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি-জামায়াত জঙ্গিবাদে মদদ দিচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী



স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম  মন্তব্য করেছেন বোমা মেরে মানুষ হত্যা করে বিএনপি-জামায়াত জনগণের কাছে পরাজিত হয়ে এখন জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলে ।

শুক্রবার কাজীপুরের দুর্গম চরাঞ্চলে বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে পৃথক তিনটি সমাবেশে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়, জাতি সমৃদ্ধশালী হয়ে উঠে। কিন্তু বিএনপি জ্বালাও পোড়াও এবং বোমা মেরে মানুষ হত্যা করে জনগণের কাছে পরাজিত হয়ে জঙ্গিবাদে মদদ দিচ্ছে। তাদের মদদে দেশে জঙ্গিবাদের বিস্তার হয়েছে, জঙ্গি হামলায় দেশের উন্নয়ন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

আওয়ামী লীগ জনগণের দল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে। আর বিএনপি-জামায়াত সেখানে বাধার সৃষ্টি করে। সেদিন বেশি দূরে নয়, যেদিন জনগণ বিএনপি-জামায়াতের নাম শুনলেও ঘৃণা করবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের অগ্রযাত্রাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এ অবস্থায় কোনো অপশক্তির কাছে মাথা নত করা যায় না। স্বাধীনতা পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে ওই সকল অপশক্তিকে প্রতিরোধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে ধর্মের নামে মানুষ হত্যা করছে, ঈদের জামায়াতে যারা হামলা চালায় তারা মুসলমান হতে পারে না।

এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জঙ্গি-সন্ত্রাসবাদ প্রতিরোধ কমিটি গঠন করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ, উপ-পরিচালক (পপ) শাহিন হাসান, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার রানীগ্রামে বাঁধ পরিদর্শন করেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft