|
বিএনপি ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে: মির্জা ফখরুলশীর্ষরিপো্র্ট ডটকম । ১ সেপ্টেম্বর ২০১৬ বিএনপি প্রতিবারই বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে উঠে দাঁড়িয়েছে। এবারও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা নগরে সাবেত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন বাকশাল কায়েমের পরে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরী হয়েছিল সেটি পূরণ করতে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, বর্তমানে গণতন্ত্র সম্পূর্ন অনুপস্থিত। তিনি অভিযোগ করেন স্বৈরাচারী শাসকেরা একদিকে জনগণের অধিকার হরণ করছে, অন্যদিকে নির্যাতনের স্ট্রীম রোলার চালিয়ে বিএনপিকে নির্মূল করে দিতে চায়। কিন্তু জনগণের এই দলকে নির্মূল বা পরাজিত করা যাবে না। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |