বিএনপি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবস্থান কর্মসূচি পালন করবে


শীর্ষরিপো্র্ট ডটকম । ১ মার্চ  ২০১৭

বিএনপি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবস্থান কর্মসূচি পালন করবে

বিএনপি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবস্থান কর্মসূচি পালন করবে



গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী ‘অবস্থান প্রতিবাদ কর্মসূচি' পালন করবে বিএনপি। এ কর্মসূচি চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালিত হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন রিজভী।

এর আগে একই ইস্যুতে ২৮ ফেব্রুয়ারি বাম মোর্চার ডাকা হরতালে সমর্থনও দিয়েছিল বিএনপি। তবে সমর্থন দিলেও রাজপথে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft