বিআরটিসির পাঁচটি বাসে আগুনে


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১২ অক্টোবর  ২০১৬

বিআরটিসির পাঁচটি বাসে আগুনে

বিআরটিসির পাঁচটি বাসে আগুনে



বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চট্টগ্রামের ডিপোতে থাকা পাঁচটি দোতলা বাস আগুনে পুড়ে গেছে।

হাটহাজারী থানার নতুনপাড়া এলাকায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুস সামাদ শিকদার জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশীদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার ঘটনা তদন্ত করবে এই কমিটি।

নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, ভোরে বিআরটিসির পাঁচটি দোতলা বাসে আগুন লাগে। এ সময় ডিপোর পাশের একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে একটি দোতলা বাস পুরোপুরি পুড়ে গেছে। বাসটি লোহার অবকাঠামো ছাড়া সব পুড়ে যায়। এছাড়া অপর চারটি বাস আংশিক পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft