বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বুধবার থেকে টাকার বিনিময়ে


শীর্ষরিপো্র্ট ডটকম। ৩১  মে  ২০১৬

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বুধবার থেকে টাকার বিনিময়ে

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বুধবার থেকে টাকার বিনিময়ে



বুধবার থেকে টাকা দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করতে হবে গ্রাহকদের। নির্ধারিত সময়ে সিম নিবন্ধন না করার জরিমানা হিসেবে ১৫০ থেকে ২০০ টাকা দিয়ে সিম নিবন্ধন করতে হবে ব্যবহারকারীদের।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, বুধবার থেকে বন্ধ হয়ে যাওয়া সিমগুলো আগামী দুই মাস পর্যন্ত জব্দ (ফ্রিজ) অবস্থায় থাকবে। অর্থাৎ যে ব্যবহারকারী এত দিন সিমটি ব্যবহার করে এসেছেন, তিনি আগামী দুই মাস পর্যন্ত সেটি নিবন্ধনের মাধ্যমে চালু করার সুযোগ পাবেন না। দুই মাস সময় পার হওয়ার পর নির্ধারিত নিয়মে অর্থাৎ ১৫০-২০০ টাকা খরচ করে সিমটি আবার চালু করা যাবে-এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে আগের নিয়ম থেকে সরে এসে বিটিআরসি বলছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করে বন্ধ হয়ে যাওয়া সিমটি আবার চালু করা যাবে। এ জন্য দুই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft