|
বারিধারায় দুটি হ্যারিয়ার জিপ আটকশীর্ষরিপো্র্ট ডটকম। ২০ জুন ২০১৬ শুল্ক সুবিধার অপব্যবহারের অভিযোগে রোববার বিকেলে রাজধানীর বারিধারা এলাকা থেকে দুইটি হ্যারিয়ার ট্যাক্সি জিপ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তমা ব্র্যান্ডের এই দুটি জিপ শুল্ক সুবিধায় আনা হলেও এগুলো ব্যক্তিগত ব্যবহারের প্রাথমিক তথ্য থাকায় তা আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআরএ ১৩৯/২০০৯ অনুযায়ী ট্যাক্সি ক্যাবের জন্য আনীত কোনো গাড়ি ২০ শতাংশের অতিরিক্ত শুল্ক মওকুফযোগ্য। আটক ট্যাক্সি টয়োটা হ্যারিয়ার ২০১৪ সালের তৈরি। এটির ইঞ্জিন ক্যাপাসিটি সিসি ২০০০। এর মধ্যে একটি ২০১৫ সালে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন (ঢাকা মেট্টো প ১৪-৫৯৩৫) নেয়া হয়। অন্যটি এখনো নেয়নি। পরেরটি বারিধারার অটো কার সেলেকশন নামীয় শোরুম থেকে উদ্ধার করা হয়। এসআরও শর্ত অনুসারে এসব ট্যাক্সির রং ও অন্যান্য ফিটিং সরবরাহ দেশ থেকে আনার কথা থাকলেও তা করা হয়নি। এসআরও অনুসারে ট্যাক্সি ব্যক্তিগত ব্যবহার করা যায় না। গাড়ি দুটির শুল্ক ২১৭ শতাংশ। শুল্কসহ মোট মূল্য এক কোটি টাকা। এতে শুল্ক সুবিধা নেয়া হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |