![]() |
বারবার কেন বসুন্ধরা সিটিতেই আগুন লাগে: মেয়র আনিসুল হকশীর্ষরিপো্র্ট ডটকম । ২১ আগস্ট ২০১৬ ![]() বারবার কেন বসুন্ধরা সিটিতেই আগুন লাগে: মেয়র আনিসুল হক বসুন্ধরা সিটি শপিংমলে বারবার কেন আগুন লাগে, তা জানতে চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শপিংমলের ছয়তলায় আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা যায়। এর পর থেকে ছয়, সাত ও আটতলার বিভিন্ন জানালা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। দুপুরে ঘটনাস্থলে গিয়ে বসুন্ধরা সিটির কর্মকর্তাদের উদ্দেশে মেয়র আনিসুল হক জিজ্ঞাসা করেন, ‘আপনাদের এখানে বারবার আগুন কেন লাগে?' ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানকে মেয়র জিজ্ঞাসা করেন, আগুন নেভানোর কাজে কোনো হেলিকপ্টার লাগবে কি না। এর উত্তরে মহাপরিচালক বলেন, হেলিকপ্টারের বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়তে পারে। ফলে হেলিকপ্টার এখন দরকার নেই। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। বসুন্ধরা সিটির সামনে ও পেছনে অবস্থান নিয়ে তারা আগুন নেভাচ্ছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |