বাঙালি বীরের জাতি : ওবায়দুল কাদের


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩  জানুয়ারি  ২০১৭

বাঙালি বীরের জাতি : ওবায়দুল কাদের

বাঙালি বীরের জাতি : ওবায়দুল কাদের



কানাডার আদালতের রায়ে প্রমাণ হয়েছে বাঙালি বীরের জাতি, চোরের জাতি না বলেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  ।

আজ সোমবার বিকেলে রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে ‘কৃষিবিদ দিবসে' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু আজ আমাদের সক্ষমতা, বাঙ্গালির সম্মান। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছিলেন বিশ্বব্যাংককে। আমরা বলেছিলাম নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করবো। বাঙ্গালী জাতি বীরের জাতি, চোরের জাতি নয়- কানাডার আদালতের রায় সেটাই প্রমাণিত হয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি এ এম এম সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ইনস্টিটিউটের মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কানাডার আদালতে প্রমাণ হয়েছে। আমরা তাকিয়ে আছি অত:পর বিশ্ব ব্যাংক কি বলবে? তাদের কি বলার আছে জানতে চাই। বিশ্বব্যাংক কি বলে দেখি। তাদের জবাবের অপেক্ষায় আছি।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগ দিয়েছে বিশ্বব্যাংক। কত অপমান, কত অসম্মান। হতাশায় নিমজ্জিত হয়ে ছিলাম। অনেকে টিটকেরি করেছে, বিদ্রুপ করেছে আবার কিছু কিছু পত্রিকায় সমালোচনাও করেছে বাদ যায়নি টিভিতে সুশীলদের কথাও। আজ প্রমাণিত হয়েছে সেই পদ্মাসেতু সচ্ছতার মধ্য শুরু হয়েছিল। আর ২০১৮ সালের শেষের দিকে একই রকম সচ্ছতার মধ্য দিয়ে শেষ হবে।

ওবায়দুল কাদের বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের কমপক্ষে ২৫টি সূচকে বাংলাদেশের অবস্থান পাকিস্তানের উপরে। বাংলাদেশ আজ পাকিস্তানের চেয়ে অনেক উপরে। পদ্মার আকাশে কালো মেঘ কেটে গেছে। সমালোচনার তীর তাকে লক্ষচ্যুত করতে পারে নি। পদ্মাসেতুর অগ্রগতি এখন ৪০ ভাগ।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft