বাংলাদেশ ২২৮ রানের লক্ষ্য পেয়েছে


শীর্ষরিপো্র্ট ডটকম । ৮  জানুয়ারি  ২০১৭

বাংলাদেশ ২২৮ রানের লক্ষ্য পেয়েছে

বাংলাদেশ ২২৮ রানের লক্ষ্য পেয়েছে



প্রথমবারের মত নারী বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাছাই পর্বে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে অলআউট করতে সমর্থ হয়েছে রোমানারা। তবে এর আগে বাংলাদেশকে ২২৮ রানের বড় লক্ষ্যই দিয়েছে দলটি।

বুধবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। দুই ওপেনার আয়শা জাফর ও নাহিদা খানের ব্যাটে দারুণ সূচনা পায় তারা। ৭৬ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন এ দুই ব্যাটসম্যান। ভয়ংকর হয়ে ওঠা এ জুটি ভাঙ্গেন খাদিজা তুল কুবরা।

এরপরই দারুণভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ। দ্রুত তিনটি উইকেট ফেলে দারুণ চাপ সৃষ্টি করে রোমানাবাহিনী। তবে চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়ে দলের চাপ সামলে নেন নাইন আবিদি ও রাবিয়া শাহ। ফলে বড় সংগ্রহের পথেই এগিয়ে যাচ্ছিল তারা। তবে শেষ দিকে বোলারদের দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২২৭ রানের বড় সংগ্রহই করে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন বিসমাহ মারুফ। আয়শা জাফর ও রাবিয়া শাহ করেন ৩৪ রান করে। এছাড়া আলিয়া রিয়াজ ৩১, নাহিদা খান ২৮ ও নাইন আবিদি ২৭ রান করেন। বাংলাদেশের পক্ষে ৪০ রানে ৩টি উইকেট নেন রোমানা আহমেদ। এছাড়া খাদিজা ও সালমা ২টি করে উইকেট নেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft