বাংলাদেশ মিয়ানমারের ৯২ জেলেকে ক্ষমা করলো


শীর্ষরিপো্র্ট ডটকম । ১২  আগস্ট ২০১৬

তুরস্কের তিন কূটনীতিক ঢাকা ছেড়েছেন

তুরস্কের তিন কূটনীতিক ঢাকা ছেড়েছেন



বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ৯২ জেলেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সরকার। মিয়ানমারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের ক্ষমা করেছে বাংলাদেশ। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ডিসেম্বরে এই জেলেরা মাছ ধরার ১২টি নৌকাসহ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করেছিলেন। বাংলাদেশ কর্তৃপক্ষ অবৈধ অনুপ্রবেশের দায়ে জেলেদের আটক করে। ঢাকায় মিয়ানমার দূতাবাসকে এ গ্রেফতারের বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ায় অবহিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছরের ২৩ জুন ঢাকায় মিয়ানমারের দূতাবাস এ জেলেদের সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্যে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, এ জেলেদের জিপিএসের মত সীমানা নির্ধারনী সরঞ্জাম না থাকায় অসাবধানতাবশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের আগস্ট ও ২০১৬ সালের জুলাইয়ে বাংলাদেশের ২২ জেলেকে মুক্তি দিয়েছিল মিয়ানমার কর্তৃপক্ষ।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft