বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে : পলক


শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮  সেপ্টেম্বর   ২০১৬

বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে : পলক

বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে : পলক



সব বাধা পেরিয়ে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেছেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

মন্ত্রী শনিবার নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘১০০০ কল্যাণী সৃষ্টি থেকে শুরু হোক ১০,০০০ কল্যাণীর নবযাত্রা' এই প্রতিপাদ্য নিয়ে কল্যাণীর লোগো উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপপ্রয়াস চলছিল, তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী দেশবাসীকে সচেতন করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, দেশের মানুষের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দিতে কল্যাণী একটি সামাজিক আন্দোলন হিসেবে কাজ করছে।

প্রচার ও প্রসারের মাধ্যমে এ আন্দোলনকে এগিয়ে নিতে গণমাধ্যমের সহায়তা কামনা করেন মন্ত্রী।

নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মহাপরিচালক বনমালী ভৌমিক, ডি-নেটের প্রধান নির্বাহী অনন্য রায়হান, নাটোর জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।

প্রসঙ্গত, দেশের মানুষকে তথ্যপ্রযুক্তির সেবা দিতে একদল দক্ষ নারী জনশক্তি তৈরির লক্ষ্যে কল্যাণীর এ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৬ জেলায় একযোগে উদ্বোধন করা হয়।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft