বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল


শীর্ষরিপো্র্ট ডটকম ।   ৪  জানুয়ারি  ২০১৭

বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল



বছর খানেক আগে নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল তাদের। এরপর অবশ্য সূচিটি নিয়ে নতুন করে ভাবার কথাও জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

সেই ভাবনাটা বোধ হয় শেষ হয়েছে অসিদের। বাংলাদেশের বিপক্ষে সেই টেস্ট দুটি খেলতে আগ্রহী তারা। সম্ভাব্য তারিখও জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এখনকার মতো হলেই কিনা চলতি বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

২০১৬ সালের শেষের দিকে নিরাপত্তা শঙ্কা উড়িয়ে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সে সময় বাংলাদেশ নিরাপত্তা বাহিনী ইংলিশদের ভালোভাবেই নিরাপত্তা দিয়েছে। সেটা দেখে মুগ্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই আশায়ই টাইগারদের বিপক্ষে খেলতে সম্মতি জানিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর ভাষায়, ‘আমার মতে, বাংলাদেশের নিরাপত্তা এখন অনেক ভালো মানের। যেমনটা দেখেছিলাম গত বছরের শেষের দিকে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময়ে। আমরা লক্ষ্য করেছি যে সফরকারী দলকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল স্বাগতিকরা। আমাদের নিরাপত্তা প্রধান শন ক্যারোলকে পাঠিয়েছিলাম বাংলাদেশে। সাত থেকে দশ দিনের পর্যবেক্ষণ শেষে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।'
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft