বাংলাদেশের চূড়ান্ত একাদশ


শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৬   মার্চ  ২০১৬

বাংলাদেশের চূড়ান্ত একাদশ

বাংলাদেশের চূড়ান্ত একাদশ



বাছাইপর্বের ‘জটিলতা' চুকে গেছে। ইডেন গার্ডেনে আজ বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘আসল' বিশ্বকাপে মাঠে নামছে মাশরাফি বিন মর্তুজার দল।

আর সেই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে একাদশও অনেকটা চূড়ান্ত হয়ে গেছে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে। আর সেখানে খুব সম্ভবত বড় একটা পরিবর্তনই আসছে।

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত আবির্ভূত হতে যাচ্ছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আর যদি তিনি মাঠে নামেন সেক্ষেত্রে দলে নিজের জায়গা হারাবেন আরেক বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি।

ইডেনে মঙ্গলবার বিকেলে বাংলাদেশের নেটে অনেকক্ষণ বোলিং করলেন মুস্তাফিজ। চোটের কারণে ১৪ দিন বিশ্রামে থাকার পর ধর্মশালায়ও ছোট্ট রানআপে কিছুক্ষণ বোলিং করেছেন। কালও সেভাবেই শুরু। একটু পরই অবশ্য পুরো রানআপে তেড়েফুঁড়ে বোলিং করলেন।

তবে মুস্তাফিজ আদৌ মাঠে নামবেন কি না সেটা ম্যাচের আগ অবধি ঝুলে থাকবে। ম্যাচের আগে তার ‘অবস্থা' বুঝে ‘ব্যবস্থা' নেয়া হবে। তবে তিনি না খেললেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে ফেলতে পারেন আরাফাত সানিও। এক্ষেত্রে বাদ পড়বেন ওই রনিই।

ব্যাটিং অর্ডারে একটা পরিবর্তন আসার ‘ক্ষীণ' সম্ভাবনা আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। তাকে সরিয়ে নাসির হোসেন কিংবা কাজী নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে একাদশে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন/নাসির হোসেন/কাজী নুরুল হাসান সোহান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান/আবু হায়দার রনি/আরাফাত সানি।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft