বাংলাদেশি সাত হজযাত্রীর মৃত্যু


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১ আগস্ট ২০১৬

বাংলাদেশি সাত হজযাত্রীর মৃত্যু

বাংলাদেশি সাত হজযাত্রীর মৃত্যু



আসন্ন পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়া বাংলাদেশি সাত হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন মহিলা বলে জানা গেছে।

গত ১৫ দিনে মৃত্যুবরণ করা সাতজনের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। তাদের মধ্যে মক্কায় ৪ জন, মদিনায় ২ জন ও জেদ্দায় ১ জন ইন্তেকাল করেন।

সূত্রে জানা যায়, শনিবার (২০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলার জোহরা খাতুন (৬১) মদিনা আল মুনাওয়ারাতে ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর ০০০২৯৭৫।

৭ আগস্ট গাজীপুর জেলার জমিলা আক্তার (৭৯) মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই ০১৪৩৯৩২।

১৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার আবুল হাশেম (৭৯) জেদ্দায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই ০০২৫৯৭০।

১৬ আগস্ট চট্টগ্রাম জেলার মো. রেহানউদ্দিন (৭৩) মদিনায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি কে ০২০৪৬৯১।

এছাড়া ১৯ আগস্ট (শুক্রবার) রংপুর জেলার হেলাল উদ্দিন (৬৪) ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই ০১৫৪৭১৬।

 

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft