বর্ষায় বিছানার স্যাঁতস্যাঁতে ভাব দূর করার উপায়


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৩  জুলাই  ২০১৬

 

বর্ষায় বিছানার স্যাঁতস্যাঁতে ভাব দূর করার উপায়

বর্ষায় বিছানার স্যাঁতস্যাঁতে ভাব দূর করার উপায়



টানা বৃষ্টিতে আমদের চারপাশের পরিবেশ অনেকটাই স্যাঁতস্যাঁতে হয়ে যায়। বাদ পড়ে না ঘরদোরের পরিবেশও। এইসময়ে কাপড়চোপড় ধোয়া এবং শুকানো একটি কষ্টকর কাজ। কারণ স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কাপড়চোপড়ও ঠিকভাবে শুকাতে চায় না। বিশেষ করে বিছানার চাদর বা বালিশের কাভারের মত ভারী কাপড় ধোয়ার তো প্রশ্নই আসে না। তবে খুব সহজ একটি উপায়ে  আপনি আপনার বিছানা-বালিশের স্যাঁতসেঁতে ভাবটি দূর করে ফেলতে পারবেন। বিছানা হয়ে উঠবে একদম ফ্রেশ! চলুন, তাহলে জেনে নিই সেই উপায়-

যা লাগবে : কর্ণফ্লাওয়ার বা ট্যালকম পাউডার, বেকিং সোডা, এসেনশিয়াল ওয়েল বা পারফিউম, ইস্ত্রি।

যা করবেন : সমান সমান পরিমাণ কর্ণফ্লাওয়ার ও বেকিং সোডা মিশিয়ে নিন। কর্ণফ্লাওয়ারের বদলে ট্যালকম পাউডারও দিতে পারেন। এর সাথে এসেনশিয়াল ওয়েল বা পারফিউম মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ আপনার বিছানা ও বালিসে ভালো করে ছড়িয়ে দিন। এভাবে ৩০ মিনিট রাখুন। এই সময়ে আপনার বিছানার স্যাঁতসেঁতে ভাবটি শুষে নেবে এই মিশ্রণ। বাজে গন্ধ থাকলে সেটাও দূর করে দেবে। ৩০ মিনিট পর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে নিন বা ঝাড়ু দিয়ে খুব ভালো করে ঝেড়ে নিন। এরপর গরম ইস্ত্রি বিছানায় ও বালিশে একবার বুলিয়ে নিন। ব্যাস, এবার দেখুন বিছানা কেমন ঝরঝরে ফ্রেশ হয়ে উঠেছে।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft