|
বনশ্রী ও জুরাইন থেকে কোটি টাকার জাল নোটসহ আটক ৫শীর্ষরিপো্র্ট ডটকম । ৮ সেপ্টেম্বর ২০১৬ রাজধানীর বনশ্রী ও জুরাইন থেকে এক কোটি টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মকর্তাও রয়েছেন। র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহুমুদ খান জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১ এর সদস্যরা। তবে কখন তাদের আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এরআগে ২ সেপ্টম্বর অর্ধকোটি টাকার জাল নোটসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৮ জনকে আটক করেছিল পুলিশ। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |