|
বঙ্গবীর আজ ওসমানীর ৯৮তম জন্মবার্ষিকীশীর্ষরিপো্র্ট ডটকম । ১ সেপ্টেম্বর ২০১৬ মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৯৮তম জন্মবার্ষিকী আজ। ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ সকাল ১০টায় সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর দরগা শরীফে বঙ্গবীর ওসমানীর মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিকে ঢাকায় বিকাল সাড়ে ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ। পরিষদের সভাপতি মিসেস সৈয়দা মাসুদা খাজার সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, হুইপ শাহাব উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |