বঙ্গবন্ধুর হত্যাকারীদের দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল : আইনমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম । ২১ জানুয়ারি ২০১৭

বঙ্গবন্ধুর হত্যাকারীদের দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল : আইনমন্ত্রী

বঙ্গবন্ধুর হত্যাকারীদের দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল : আইনমন্ত্রী



আজ জিয়া-এরশাদ ২১ বছর পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার কোন মামলা করতে দেয়নি বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক । যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদেরকে দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল।
আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় তিতাস নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নারায়ণগঞ্জের সাত-খুন মামলার রায়ের পর প্রথমদিন বিএনপি মহাসচিব সন্তোষ প্রকাশ করে এটিকে ইতিবাচক বললেও পরদিনই মিথ্যাচার করেছেন।
তিনি আরো বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর সংসদ নির্বাচনের মাধ্যমে খুনিদের বিরোধীদলের আসনে বসানো হয়। বিএনপি যুদ্ধাপরাধী নিজামি-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, মন্ত্রী আজ আখাউড়া অংশে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ১৮ কিলোমিটার দীর্ঘ তিতাস নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft