বঙ্গবন্ধুর নামে নামকরণ হচ্ছে দিল্লীর পার্ক স্ট্রিট


শীর্ষরিপো্র্ট ডটকম । ৭  এপ্রিল  ২০১৭

বঙ্গবন্ধুর নামে নামকরণ হচ্ছে দিল্লীর পার্ক স্ট্রিট


বঙ্গবন্ধুর নামে নামকরণ হচ্ছে দিল্লীর পার্ক স্ট্রিট



বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হচ্ছে ভারতের রাজধানী দিল্লীর পার্ক স্ট্রিটের নাম । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪দিনের সরকারি সফরে ভারতে আসার ১দিন আগে এনডিএমসি এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

নয়াদিল্লী মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে জানিয়েছে। এনডিএমসি'র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘শেখ হাসিনার সফরের প্রাক্কালে পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।'

এনডিএমসি'র কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ১২জন কাউন্সিল সদস্য এ প্রস্তাবে সম্মতি দেন। এনডিএমসি'র ভাইস চেয়ারম্যান করন সিংহ তানোয়ার বলেন, আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী পৌঁছার আগেই আজ রাতে পরিবর্তনের এ কাজ বোর্ড অনুমোদন করবে।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতে এটা হবে শেখ হাসিনার প্রথম সরকারি সফর।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ ভারত সফর করেন। এরপর ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে করেন।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft