বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১৬   আগস্ট ২০১৬

বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন

বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন



: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে  প্রামাণ্যচিত্র প্রদর্শন হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উদ্দীপ্ত হয়ে দক্ষ জনবল তৈরি করাই তাদের লক্ষ্য। এর মাধ্যমে অর্থনীতির অগ্রগতির পথে দেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে রচনা প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী তিনজনকে পুরস্কার দেওয়া হয়
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft