ফ্লোরিডায় হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা


শীর্ষরিপো্র্ট ডটকম। ১২  জুন ২০১৬

ফ্লোরিডায় হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

ফ্লোরিডায় হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা



যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক চিঠিতে এ নিন্দা জানান প্রধানমন্ত্রী।

চিঠিতে শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কঠোর ভাষায় এ সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। যে কোনো প্রকার সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আমার সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করছি।'

প্রধানমন্ত্রী চিঠিতে আরো বলেন, আমার সরকার এবং জনগণ এ কঠিন সময়ে আপনার সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এবং পুনর্ব্যক্ত করছে যে, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আপনাদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে।'

উল্লেখ্য, রোববার ফ্লোরিডার অরল্যান্ডো শহরের পালস নৈশক্লাবে ওমর মতিন নামে এক বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হয় এবং আহত হয় ৫৩ জন। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এই ঘটনা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft