![]() |
ফাঁসির সাজা লিখে বিচারক কলমের নিব ভেঙে ফেলেন কেন?শীর্ষরিপো্র্ট ডটকম । ০৮ আগস্ট ২০১৬ ![]() ফাঁসির সাজা লিখে বিচারক কলমের নিব ভেঙে ফেলেন কেন? কোন আসামীর ফাঁসির রায় লেখার পরই বিচারক রায় লেখা ওই কলমটির নিব ভেঙে ফেলেন। তবে বিচারক কি কারণে কলমের নিব ভেঙে ফেলেন, জানেন কি? বিভিন্ন সিনেমায় হয়তো অনেকে এটি দেখেছেন। তবে বাস্তবে নিজের চোখে এটা খুব কম মানুষই দেখেছে। তবে অনেকেই জানেন না এর কারণটা কি? চলুন পাঠক জেনে নেয়া যাক এর কারণ। এই নিব ভাঙার বিষয়ে অনেকেই অনেক কথা বলেছেন। তবে মূলত তিনটি কারণ এই কাজটি কো হয়ে থাকে। ১. কোনও একটি কলম দিয়ে একবার মৃত্যুদণ্ডের সাজা লিখে ফেলার পর বিচারকরা ওই কলম দিয়ে ভবিষ্যতে আর কোনও বিচারের কাজ করতে চান না কারণ ওই পেনটিকে (মূলত নিবটি যা দিয়ে লেখা হয়) 'অশুচি' বলে মনে করা হয়। আসলে কারও জীবন কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে অশুভ ভাবা হয়। ২. একবার ফাঁসির সাজা ঘোষিত হলে সেই রায়কে আর চ্যালেঞ্জ করা যায় না। রায়কেই চূড়ান্ত সিদ্ধান্তের স্বীকৃতি দেওয়া দেয়ার কারণেই এটি করা হয়। একমাত্র উচ্চতর আদালত (নিম্নতর আদালত যদি রায় দিয়ে থাকে) কেবল সেই রায়কে পুনর্বিচার করতে পারে। ৩. বিচারক 'অপরাধ বোধ' থেকে কলমের নিব ভেঙে ফেলেন। কারণ, প্রান নেওয়ার ক্ষমতা শুধু ঈশ্বরেরই আছে বলে মনে করা হয়। তাই বিচারক পেনের নিব ভাঙার মধ্যে দিয়ে বুঝিয়ে দেন যে তিনি শুধু তাঁর পেশাদারি দায়বদ্ধতাটুকুই পালন করেছেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |